আমোষ 5:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)25 হে ইস্রায়েল-কুল, তোমরা প্রান্তরে চল্লিশ বৎসর পর্যন্ত কি আমার উদ্দেশে বলিদান ও নৈবেদ্য উৎসর্গ করিয়াছিলে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস25 হে ইসরাইল-কুল, তোমরা মরুভূমিতে চল্লিশ বছর পর্যন্ত কি আমার উদ্দেশে কোরবানী ও নৈবেদ্য উৎসর্গ করেছিলে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ25 “হে ইস্রায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে চল্লিশ বছর, আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)25 হে ইসরায়েলকুল, চল্লিশ দিন তোমরাকি আমার উদ্দেশে বলিদান ও নৈবেদ্য উৎসর্গ করেছিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)25 হে ইস্রায়েল-কুল, তোমরা প্রান্তরে চল্লিশ বৎসর পর্য্যন্ত কি আমার উদ্দেশে বলিদান ও নৈবেদ্য উৎসর্গ করিয়াছিলে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল25 ইস্রায়েল, তোমরা 40 বছর ধরে আমার জন্য মরুভূমিতে উৎসর্গ এবং নৈবেদ্য দিয়েছিলে। অধ্যায় দেখুন |