আমোষ 5:2 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)2 ইস্রায়েল-কুমারী পতিত হইয়াছে, সে আর উঠিবে না; সে আপন ভূমিতে আছাড় খাইয়াছে; তাহাকে উঠাইবার কেহ নাই। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস2 ইসরাইল-কুমারী পড়ে গেছে, সে আর উঠবে না; সে তার ভূমিতে আছাড় খেয়েছে; তাকে উঠাবার কেউ নেই। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ2 “কুমারী-ইস্রায়েল পতিত হয়েছে, সে আর কখনও উঠতে পারবে না; সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে, তাকে তুলে ধরার জন্য কেউই নেই।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)2 কুমারী ইসরায়েলের হয়েছে পদস্খলন, সে আর পারবে না উঠে দাঁড়াতে, নিজের দেশেই সে ভূলুণ্ঠিতা, তাকে তুলে ধরার কেউ নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)2 ইস্রায়েল-কুমারী পতিতা হইয়াছে, সে আর উঠিবে না; সে আপন ভূমিতে আছাড় খাইয়াছে; তাহাকে উঠাইবার কেহ নাই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল2 ইস্রায়েলের কুমারীত্ব নষ্ট হয়ে গেছে। সে আর উঠবে না। সে একাকী নোংরার উপর পড়ে আছে। তাকে ওঠাবার জন্য কোন লোকই নেই। অধ্যায় দেখুন |