Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আমোষ 3:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

3 একপরামর্শ না হইলে দুই ব্যক্তি কি এক সঙ্গে চলে?

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

3 একপরামর্শ না হলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে?

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

3 দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে?

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

3 একত্র না হয়ে কেউ কি একসাথে পথ চলে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

3 একপরামর্শ না হইলে দুই ব্যক্তি কি একসঙ্গে চলে?

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

3 একমত না হলে দুজন লোক কখনোই হাঁটতে পারবে না!

অধ্যায় দেখুন কপি




আমোষ 3:3
7 ক্রস রেফারেন্স  

অব্রামের নিরানব্বই বৎসর বয়সে সদাপ্রভু তাঁহাকে দর্শন দিলেন ও কহিলেন, আমি সর্বশক্তিমান ঈশ্বর, তুমি আমার সাক্ষাতে গমনাগমন করিয়া সিদ্ধ হও।


মথূশেলহের জন্ম দিলে পর হনোক তিনশত বৎসর ঈশ্বরের সহিত গমনাগমন করিলেন, এবং আরও পুত্র ও কন্যার জন্ম দিলেন।


নোহের বংশ-বৃত্তান্ত এই। নোহ তৎকালীন লোকদের মধ্যে ধার্মিক ও সিদ্ধ লোক ছিলেন, নোহ ঈশ্বরের সহিত গমনাগমন করিতেন।


আমি পৃথিবীস্থ সমস্ত গোষ্ঠীর মধ্যে তোমাদেরই পরিচয় লইয়াছি, এই জন্য তোমাদের সমস্ত অপরাধ ধরিয়া তোমাদিগকে প্রতিফল দিব।


শিকার না পাইলে বনের মধ্যে সিংহ কি গর্জন করে? কোন পশু না ধরিলে গহ্বরে যুবাকেশরী কি হুঙ্কার করে?


হে শমরিয়ার গিরিবিহারিণী বাশনের গাভী সকল, এই বাক্য শুন; তোমরা দীনহীন লোকদের প্রতি উপদ্রব করিতেছ, দরিদ্রগণকে চূর্ণ করিতেছ, এবং আপনাদের কর্তাদিগকে বলিতেছ, আন, আমরা পান করি।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন