আদিপুস্তক 50:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে যোষেফ ও তাঁহার পিতৃকুল মিসরে বাস করিতে থাকিলেন; এবং যোষেফ একশত দশ বৎসর জীবিত রহিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে ইউসুফ ও তাঁর পিতৃকুল মিসরে বাস করতে থাকলেন; ইউসুফ এক শত দশ বছর জীবিত রইলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 যোষেফ তাঁর পৈত্রিক পরিবারের সব লোকজনকে সঙ্গে নিয়ে মিশরে থেকে গেলেন। তিনি 110 বছর বেঁচেছিলেন অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 যোষেফ ও তাঁর পিতৃকুলের সকলে মিশরে বসবাস করতে লাগলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে যোষেফ ও তাঁহার পিতৃকুল মিসরে বাস করিতে থাকিলেন; এবং যোষেফ এক শত দশ বৎসর জীবিত রহিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যোষেফ তাঁর পিতার পরিবারের সঙ্গে মিশরে রইলেন। যোষেফ 110 বছর বয়সে মারা গেলেন। অধ্যায় দেখুন |