আদিপুস্তক 49:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের বংশের মধ্যে বিভাগ করিব, ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 বদদোয়াগ্রস্ত তাদের ক্রোধ, কেননা তা প্রচণ্ড; তাদের কোপ, কেননা তা নিষ্ঠুর; আমি তাদেরকে ইয়াকুবের বংশের মধ্যে ভাগ করবো, ইসরাইলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে দেব। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 অভিশপ্ত হোক তাদের ক্রোধ, যা এত প্রচণ্ড, আর তাদের উন্মত্ততা, যা এত নিষ্ঠুর! যাকোবের মধ্যে আমি তাদের ইতস্তত ছড়িয়ে দেব এবং ইস্রায়েলের মধ্যে তাদের বিক্ষিপ্ত করে দেব। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 অভিশপ্ত হোক ওদের ক্রোধ, যা এত প্রচণ্ড, শাপগ্রস্ত হোক ওদের রোষ যা এত নিষ্ঠুর। আমি তাদের ছড়িয়ে দেব যাকোবের দেশে, ইসরায়েলীদের মাঝে তাদের করব বিক্ষিপ্ত। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 অভিশপ্ত তাহাদের ক্রোধ, কেননা তাহা প্রচণ্ড; তাহাদের কোপ, কেননা তাহা নিষ্ঠুর; আমি তাহাদিগকে যাকোবের মধ্যে বিভাগ করিব; ইস্রায়েলের মধ্যে ছিন্নভিন্ন করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 তাদের রাগ এক অভিশাপ, কারণ তা প্রচণ্ড। উন্মত্ত হয়ে উঠলে তারা নিষ্ঠুরতায় পূর্ণ হয়। তারা যাকোবের দেশে তাদের অংশ পাবে না। তারা সমস্ত ইস্রায়েলে ছড়িয়ে পড়বে। অধ্যায় দেখুন |