Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:5 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

5 শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাহাদের খড়্‌গ দৌরাত্ম্যের অস্ত্র।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

5 শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাদের তলোয়ার দৌরাত্মের অস্ত্র।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

5 “শিমিয়োন ও লেবি দুই ভাই— তাদের তরোয়ালগুলি হিংস্রতার অস্ত্রশস্ত্র।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

5 শিমিয়োন ও লেবি দুই সহোদর, দৌরাত্ম্যের জন্যই তাদের অস্ত্রধারণ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

5 শিমিয়োন ও লেবি দুই সহোদর; তাহাদের খড়গ দৌরাত্ম্যের অস্ত্র।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

5 “শিমিয়োন ও লেবি ভাই ভাই। তারা যোদ্ধা এবং তারা তাদের তরবারি নিয়ে যুদ্ধ করতে ভালবাসে।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:5
8 ক্রস রেফারেন্স  

যে ব্যক্তি আপন কার্যে অলস, সে বিনাশকের সহোদর।


শিমিয়োন সন্তানদের বংশের অম্মীহূদের পুত্র শমূয়েল।


এইরূপে ইস্রায়েল-সন্তানগণ গুলিবাঁট করিয়া লেবীয়দিগকে এই সকল নগর ও সেইগুলির চারণভূমি দিল, যেমন সদাপ্রভু মোশির দ্বারা আজ্ঞা দিয়াছিলেন।


বিন্যামীনের সীমার কাছে পূর্বপ্রান্ত হইতে পশ্চিমপ্রান্ত পর্যন্ত শিমিয়োনের এক অংশ।


শিমিয়োন-বংশের দ্বাদশ সহস্র; লেবি-বংশের দ্বাদশ সহস্র; ইষাখর-বংশের দ্বাদশ সহস্র;


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন