আদিপুস্তক 49:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তুমি [তপ্ত] জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না; কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে; তখন অপবিত্র কর্ম করিয়াছিলে; সে আমার শয্যায় গিয়াছিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তুমি যেন অশান্ত পানির মাতামাতি, তোমার প্রাধান্য থাকবে না; কেননা তুমি নিজের পিতার বিছানায় গিয়েছিলে; তখন অপবিত্র কাজ করেছিলে; সে আমার বিছানায় গিয়েছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 জলের মতো অদম্য বলে, তুমি আর শ্রেষ্ঠতর হবে না, কারণ তুমি তোমার বাবার বিছানায়, আমার শয্যায় গেলে ও সেটি কলুষিত করলে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 বন্যার মত দুর্বার, তবুও প্রাধান্য লাভ করবে না তুমি কারণ তুমি উঠেছিলে তোমার পিতার পালঙ্কে, কলুষিত করেছ আমার শয্যা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তুমি [তপ্ত] জলবৎ চপল, তোমার প্রাধান্য থাকিবে না; কেননা তুমি আপন পিতার শয্যায় গিয়াছিলে; তখন অপবিত্র কর্ম্ম করিয়াছিলে; সে আমার শয্যায় গিয়াছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 কিন্তু বন্যার মত তোমার কামেচ্ছা, তুমি তা দমন করো নি। সেইজন্য তুমি সম্মানিত সন্তান হিসাবে তোমার প্রাধান্য হারাবে। তুমি তোমার পিতার শয্যায় উঠেছিলে আর তার এক স্ত্রীর সাথে শুয়েছিলে। তুমি সেই শয্যায় ঘুমিয়েছ এবং সেই শয্যাকে অপবিত্র করেছ। অধ্যায় দেখুন |