আদিপুস্তক 49:33 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)33 যাকোব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণ একত্র করিলেন, ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস33 ইয়াকুব তাঁর পুত্রদের প্রতি নির্দেশ দেওয়া সমাপ্ত করার পর বিছানার উপর দুই পা একত্র করলেন ও প্রাণত্যাগ করে নিজের লোকদের কাছে গৃহীত হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ33 যাকোব তাঁর ছেলেদের নির্দেশদান সমাপ্ত করার পর, তিনি তাঁর পা-দুটি বিছানায় টেনে আনলেন, শেষনিশ্বাস ত্যাগ করলেন এবং তাঁর পরিজনবর্গের সঙ্গে একত্রিত হলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)33 যাকোব তাঁর পুত্রদের উক্ত নির্দেশ দিয়ে শয্যা গ্রহণ করলেন ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে পূর্বপুরুষদের সঙ্গে মিলিত হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)33 যাকোব আপন পুত্রদের প্রতি আদেশ সমাপ্ত করিলে পর শয্যাতে দুই চরণ একত্র করিলেন, ও প্রাণত্যাগ করিয়া আপন লোকদের নিকটে সংগৃহীত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল33 যাকোব তাঁর পুত্রদের সঙ্গে কথা বলা শেষ করে শুয়ে পড়লেন। বিছানায় পা উঠিয়ে রাখলেন, তারপর মারা গেলেন। অধ্যায় দেখুন |