Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 49:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

22 যোষেফ ফলবান তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান তরু-পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

22 ইউসুফ ফলবান তরুশাখা, পানির কিনারার পার্শ্বস্থিত ফলবান তরুশাখা; তার সমস্ত শাখা প্রাচীর অতিক্রম করে।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

22 “যোষেফ এক ফলবান দ্রাক্ষালতা, এক নির্ঝরিণীর কাছে স্থিত এক ফলবান দ্রাক্ষালতা, যার শাখাপ্রশাখাগুলি এক দেয়াল বেয়ে ওঠে।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

22 যোষেফ ঝর্ণার ধারে ফলন্ত বৃক্ষ, প্রাচীর ডিঙিয়ে যায় তার শাখাগুলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

22 যোষেফ ফলবান্ তরু-পল্লব, জলপ্রবাহের পার্শ্বস্থিত ফলবান্ তরু পল্লব; তাহার শাখা সকল প্রাচীর অতিক্রম করে।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

22 “যোষেফ বন্য গাধার মতো, সে ফলে ঢাকা লতার মতো, বসন্তে বেড়ে ওঠা শাখার মতো, বেড়ার গায়ে বেড়ে ওঠা লতার মতো।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 49:22
19 ক্রস রেফারেন্স  

কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করিয়াছেন।


তোমার গৃহের অন্তঃপুরে তোমার স্ত্রী ফলবতী দ্রাক্ষালতার ন্যায় হইবে, তোমার মেজের চারিদিকে তোমার সন্তানগণ জলপাই বৃক্ষের চারার ন্যায় হইবে।


মিসরে যোষেফের যে পুত্রেরা জন্মিয়াছিল, তাহারা দুই জন। যাকোবের পরিজন, যাহারা মিসরে গেল, তাহারা সর্বসুদ্ধ সত্তর জন।


আর তাহার শাখাদণ্ড দৃঢ় ও কর্তৃত্বকারীদের রাজদণ্ড হইবার যোগ্য হইল; সে দীর্ঘতায় মেঘস্পর্শী, এবং উচ্চতায় ও শাখাবাহুল্যে বিরাজমান হইল।


ধন্য সেই জন, যে কেহ সদাপ্রভুকে ভয় করে, যে তাঁহার সকল পথে চলে।


সেই দূত, যিনি আমাকে সমস্ত আপদ হইতে মুক্ত করিয়াছেন, তিনিই এই বালক দুইটিকে আশীর্বাদ করুন। ইহাদের দ্বারা আমার নাম ও আমার পিতৃপুরুষ অব্রাহামের ও ইস্‌হাকের নাম আখ্যাত হউক এবং ইহারা দেশের মধ্যে বহুগোষ্ঠীতে পরিণত হউক।


আর মিসরে তোমার কাছে আমার আসিবার পূর্বে তোমার যে দুই পুত্র মিসর দেশে জন্মিয়াছে, তাহারা আমারই; রূবেণ ও শিমিয়োনের ন্যায় ইফ্রয়িম ও মনঃশিও আমারই হইবে।


এই সকল ঘটনা হইলে পর কেহ যোষেফকে বলিল, দেখুন, আপনার পিতা পীড়িত; তাহাতে তিনি আপনার দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িমকে সঙ্গে লইয়া গেলেন।


ধনুর্ধরেরা তাহাকে কঠোর ক্লেশ দিয়াছিল, বাণাঘাতে তাহাকে উৎপীড়ন করিয়াছিল;


তাহার ছায়ায় পর্বতগণ ঢাকা পড়িয়া গেল, তাহার শাখা সকল ঈশ্বরের এরস বৃক্ষচয়ের তুল্য হইল।


যদ্যপি ইফ্রয়িম ভ্রাতৃগণের মধ্যে ফলবান হয়, তথাপি এক পূর্বীয় বায়ু আসিবে, সদাপ্রভুর শ্বাস প্রান্তর হইতে উঠিয়া আসিবে; তাহাতে তাহার উনুই শুষ্ক হইবে, ও তাহার উৎস শুকাইয়া যাইবে। ঐ ব্যক্তি তাহার সমস্ত মনোরম্য পাত্রের ভাণ্ডার লুটিবে।


পরে তিনি যোষেফকে আশীর্বাদ করিয়া কহিলেন, সেই ঈশ্বর, যাঁহার সাক্ষাতে আমার পিতৃপুরুষ অব্রাহাম ও ইস্‌হাক গমনাগমন করিতেন- সেই ঈশ্বর, যিনি প্রথমাবধি অদ্য পর্যন্ত আমার পালক হইয়া আসিতেছেন-


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন