আদিপুস্তক 49:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 ইষাখর বলবান গর্দভ, সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 ইষাখর বলবান গাধা, সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 “ইষাখর এক কঙ্কালসার গাধা মেষ-খোঁয়াড়ের মধ্যে যে পড়ে আছে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 ইষাখর যেন বলিষ্ঠ গর্দভ, খোঁয়াড়ের মধ্যে শুয়ে থাকে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 ইষাখর বলবান্ গর্দ্দভ, সে খোঁয়াড়ের মধ্যে শয়ন করে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 “ইষাখর খচ্চরের মত কঠিন পরিশ্রম করেছে। ভারী বোঝা বহন করার পর সে বিশ্রাম করবে। অধ্যায় দেখুন |