আদিপুস্তক 49:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 সবূলূন সমুদ্রতীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্যন্ত তাহার সীমা হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 সবূলূন সমুদ্রতীরে বাস করবে, তা পোতাশ্রয়ের তীর হবে, সিডন পর্যন্ত তার সীমা হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 “সবূলূন সমুদ্রতীরে বসবাস করবে আর জাহাজগুলির জন্য এক পোতাশ্রয় হবে; তার সীমানা সীদোনের দিকে প্রসারিত হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 সবুলুনের বসতি হবে সমুদ্র উপকূলে, তার বেলাভূমি হবে সাগরগামী জাহাজের বন্দর, সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার সীমানা। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 সবূলূন সমুদ্র-তীরে বাস করিবে, তাহা পোতাশ্রয়ের তীর হইবে, সীদোন পর্য্যন্ত তাহার সীমা হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 “সবূলূন সমুদ্রের কাছে বাস করবে। তার সমুদ্রোপকুল জাহাজের পক্ষে হবে নিরাপদ। সীদোন পর্যন্ত বিস্তৃত হবে তার দেশ। অধ্যায় দেখুন |