আদিপুস্তক 47:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফরৌণ যাজকদিগকে বৃত্তি দিতেন, এবং তাহারা ফরৌণের দত্ত বৃত্তি ভোগ করিত; এই জন্য আপন আপন ভূমি বিক্রয় করিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 তিনি কেবল পুরোহিতদের ভূমি ক্রয় করলেন না, কারণ ফেরাউন পুরোহিতদেরকে বৃত্তি দিতেন এবং তারা ফেরাউনের দেওয়া বৃত্তি ভোগ করতো; এজন্য নিজ নিজ ভূমি বিক্রি করলো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 অবশ্য, তিনি যাজকদের জমিজায়গা কেনেননি, কারণ তাঁরা ফরৌণের কাছ থেকে নিয়মিত এক ভাতা পেতেন এবং ফরৌণের দেওয়া সেই ভাতা থেকে যথেষ্ট পরিমাণ খাদ্যদ্রব্য জোগাড় হয়ে যেত। সেজন্যই তাঁরা তাঁদের জমিজায়গা বিক্রি করেননি। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 কেবলমাত্র পুরোহিতদের জমি যোষেফ কিনলেন না কারণ তাঁরা ফারাও-এর কাছ থেকে নির্দিষ্ট বৃত্তি পেতেন, তার দ্বারাই তাঁদের জীবিকা নির্বাহ হত। সেই জন্যই জমি বিক্রি করার প্রয়োজন তাঁদের হয়নি। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 তিনি কেবল যাজকদের ভূমি ক্রয় করিলেন না, কারণ ফরৌণ যাজকদিগকে বৃত্তি দিতেন, এবং তাহারা ফরৌণের দত্ত বৃত্তি ভোগ করিত; এই জন্য আপন আপন ভূমি বিক্রয় করিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 যোষেফ কেবল যাজকদের জমি কিনলেন না। যাজকদের জমি বিক্রি করারও প্রয়োজন ছিল না। কারণ ফরৌণ তাদের কাজের জন্য পারিশ্রমিক দিতেন আর তারা সেই অর্থ দিয়ে খাদ্য কিনত। অধ্যায় দেখুন |