Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:9 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

9 রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

9 রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

9 রূবেণের ছেলেরা: হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

9 রূবেণের পুত্র—হনোক, পল্লু, হিষ্‌রোণ ও কারমি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

9 রূবেণের পুত্র হনোক, পল্‌লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

9 রূবেণের পুত্ররা ছিলেন হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:9
8 ক্রস রেফারেন্স  

ইস্রায়েল-সন্তানগণ, যাকোব ও তাঁহার সন্তানগণ, যাঁহারা মিসরে গেলেন তাঁহাদের নাম। যাকোবের জ্যেষ্ঠ পুত্র রূবেণ।


শিমিয়োনের পুত্র যিমূয়েল, যামীন, ওহদ, যাখীন, সোহর ও তাহার কনানীয়া স্ত্রীজাত পুত্র শৌল।


এই সকল লোক আপন আপন পিতৃকুলপতি: ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান হনোক, পল্লু, হিষ্রোণ ও কর্মি; ইহারা রূবেণের গোষ্ঠী।


ইস্রায়েলের জ্যেষ্ঠ পুত্র রূবেণের সন্তান- হনোক ও পল্লু, হিষ্রোণ ও কর্মী।


তখন রূবেণ তাঁহার পিতাকে কহিলেন, আমি যদি তোমার নিকটে তাহাকে না আনি, তবে আমার দুই পুত্রকে বধ করিও; আমার হস্তে তাহাকে সমর্পণ কর; আমি তোমার কাছে তাহাকে পুনর্বার আনিয়া দিব।


বংশাবলি অনুসারে লেবির পুত্রদের নাম গের্শোন, কহাৎ ও মরারি; লেবির বয়স একশত সাঁইত্রিশ বৎসর হইয়াছিল।


ইস্রায়েলের প্রথমজাত যে রূবেণ, তাহার সন্তানগণের গোষ্ঠী ও পিতৃকুলানুসারে সংখ্যানির্ণয়। বিংশতি বৎসর ও ততোধিক বয়স্ক যুদ্ধে গমনযোগ্য সমস্ত পুরুষের মস্তক ও নাম-সংখ্যানুসারে,


ইহারা রূবেণীয় গোষ্ঠী; ইহাদের মধ্যে গণিত লোক তেতাল্লিশ সহস্র সাত শত ত্রিশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন