আদিপুস্তক 46:3 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)3 তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস3 তখন তিনি বললেন, আমি আল্লাহ্, তোমার পিতার আল্লাহ্; তুমি মিসরে যেতে ভয় করো না, কেননা আমি সেই স্থানে তোমাকে বড় জাতি করবো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ3 “আমি ঈশ্বর, তোমার বাবার সেই ঈশ্বর,” তিনি বললেন। “মিশরে যেতে ভয় পেয়ো না, কারণ সেখানে আমি তোমাকে এক বড়ো জাতি করে তুলব, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)3 তুমি মিশরে যেতে ভয় পেয়ো না! আমি সেখানে তোমাকে এক মহান জাতিতে পরিণত করব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)3 তখন তিনি কহিলেন, আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর; তুমি মিসরে যাইতে ভয় করিও না, কেননা আমি সেই স্থানে তোমাকে বৃহৎ জাতি করিব। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল3 তখন ঈশ্বর বললেন, “আমি ঈশ্বর, তোমার পিতার ঈশ্বর! মিশরে যেতে ভয় করো না। মিশরে আমি তোমাকে এক মহাজাতিতে পরিণত করব। অধ্যায় দেখুন |