আদিপুস্তক 46:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও বিন্যামীন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 আর ইয়াকুবের স্ত্রী রাহেলার পুত্র ইউসুফ ও বিন্ইয়ামীন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 যাকোবের স্ত্রী রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 যাকোবের স্ত্রী রাহেলের পুত্র: যোষেফ ও বিন্যামীন। যোষেফের দুই পুত্র মনঃশি ও ইফ্রয়িম মিশরে জন্মগ্রহণ করেছিল। ওনের পুরোহিত পোটিফেরার কন্যা আসেনাৎ তাদের জননী। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 আর যাকোবের স্ত্রী রাহেলের পুত্র যোষেফ ও বিন্যামীন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 বিন্যামীনও যাকোবের সঙ্গে ছিলেন। বিন্যামীন ছিলেন যাকোব ও রাহেলের পুত্র। (যোষেফও রাহেলের পুত্র। কিন্তু যোষেফ ইতিমধ্যে মিশরে ছিলেন।) অধ্যায় দেখুন |