Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 46:16 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

16 আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

16 আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

16 গাদের ছেলেরা: সেফোন, হগি, শূনী, ইষবোন, এরি, অরোদী ও অরেলী।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

16 গাদের পুত্র: সিফিয়েল, হাগ্‌গি, শুনি, এসবোন, এরি, আরোদি এবং আরেলি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

16 আর গাদের পুত্র সিফিয়োন, হগি, শূনী, ইষ্‌বোন, এরি, অরোদী ও অরেলী।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

16 গাদের পুত্ররা ছিলেন সিফিয়োন, হগি, শূনী, ইষ্বোন, এরি, অরোদী ও অরেলী।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 46:16
10 ক্রস রেফারেন্স  

তখন লেয়া কহিলেন, সৌভাগ্য হইল; আর তাহার নাম গাদ [সৌভাগ্য] রাখিলেন।


দান, যোষেফ ও বিন্যামীন, নপ্তালি, গাদ ও আশের।


বিন্যামীনের পক্ষে গিদিয়োনির পুত্র অবীদান।


গাদকে সৈন্যদল আঘাত করিবে; কিন্তু সে তাহাদের পশ্চাদ্ভাগে আঘাত করিবে।


লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্‌-অরামে জন্মে।


ইহারা লেয়ার সন্তান; তিনি পদ্দন্‌-অরামে যাকোবের জন্য ইহাদিগকে ও তাঁহার কন্যা দীণাকে প্রসব করেন। যাকোবের এই পুত্র কন্যারা সর্বসুদ্ধ তেত্রিশ জন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন