আদিপুস্তক 45:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর ফরৌণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কর্ম কর; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্য চাপাইয়া কনান দেশে গমন কর, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর ফেরাউন ইউসুফকে বললেন, তুমি তোমার ভাইদের বলো, তোমরা এই কাজ কর; তোমাদের পশুদের পিঠে শস্য চাপিয়ে কেনান দেশে গমন কর, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 ফরৌণ যোষেফকে বললেন, “তোমার দাদা-ভাইদের বলো, ‘এরকম করো: তোমাদের পশুদের পিঠে বোঝা চাপাও ও কনান দেশে ফিরে যাও, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 ফারাও যোষেফকে বললেন, তুমি তোমার ভাইদের বল তারা যেন পশুগুলির পিঠে শস্য বোঝাই করে কনান দেশে চলে যায় এবং অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর ফরৌণ যোষেফকে কহিলেন, তুমি তোমার ভাইদের বল, তোমরা এই কর্ম্ম কর; তোমাদের পশুগণের পৃষ্ঠে শস্য চাপাইয়া কনান দেশে গমন কর, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 ফরৌণ যোষেফকে বললেন, “তোমার ভাইদের বল তাদের যে পরিমাণ শস্যের প্রয়োজন তা নিয়ে যেন কনান দেশে যায়। অধ্যায় দেখুন |