আদিপুস্তক 43:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 তখন ইস্রায়েল কহিলেন, তোমরা আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ? ঐ ব্যক্তিকে কেন বলিয়াছ যে, তোমাদের আর এক ভাই আছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 তখন ইসরাইল বললেন, তোমরা আমার সঙ্গে কেন এমন খারাপ আচরণ করলে? ঐ ব্যক্তিকে কেন বলেছো যে, তোমাদের আর এক ভাই আছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 ইস্রায়েল জিজ্ঞাসা করলেন, “সেই লোকটিকে একথা বলে কেন তোমরা আমার উপর এই বিপত্তি ডেকে এনেছ যে তোমাদের অন্য একটি ভাই আছে?” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 ইসরায়েল বললেন, তোমরা কেন আমার এই অমঙ্গল করলে? কেন তোমরা তাঁকে বলতে গেলে যে তোমাদের আরও এক ভাই আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 তখন ইস্রায়েল কহিলেন, আমার সহিত এমন কুব্যবহার কেন করিয়াছ? ঐ ব্যক্তিকে কেন বলিয়াছ যে, তোমাদের আর এক ভাই আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 ইস্রায়েল বললেন, “কেন তোমরা তাঁকে বললে যে তোমাদের আরেক ভাই রয়েছে? কেন তোমরা আমায় এই রকম বিপদে ফেললে?” অধ্যায় দেখুন |