আদিপুস্তক 43:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 পরে তিনি মুখ ধুইয়া বাহিরে আসিলেন, ও আত্মসম্বরণপূর্বক খাদ্য পরিবেশন করিতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 পরে তিনি মুখ ধুয়ে বাইরে আসলেন ও নিজেকে সংযত করে খাদ্য পরিবেশন করতে হুকুম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 নিজের মুখ ধুয়ে নেওয়ার পর, নিজেকে সংযত করে তিনি বাইরে বেরিয়ে এসে বললেন, “খাবার পরিবেশন করো।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 পরে তিনি চোখ মুখ ধুয়ে বাইরে এলেন এবং আত্মসংবরণ করে খাবার দিতে আদেশ দিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 পরে তিনি মুখ ধুইয়া বাহিরে আসিলেন, ও আত্মসম্বরণপূর্ব্বক খাদ্য পরিবেষণ করিতে আজ্ঞা করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 তারপর যোষেফ তাঁর মুখ ধুয়ে বাইরে বেরিয়ে এলেন। নিজেকে সামলে নিয়ে তিনি বললেন, “এখন খাবার সময় হয়েছে।” অধ্যায় দেখুন |