আদিপুস্তক 43:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 আর তোমাদের ভাইকে লও, উঠ, পুনর্বার সেই ব্যক্তির নিকটে যাও। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 আর তোমাদের ভাইকে নিয়ে যাও, উঠ, পুনর্বার সেই ব্যক্তির কাছে যাও। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 তোমাদের ভাইকেও সঙ্গে নাও এবং এখনই সেই লোকটির কাছে চলে যাও। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 হয়তো ভুলবশতঃই এমন হয়েছিল। তোমাদের ভাইকেও সঙ্গে নিয়ে তাঁর কাছে চলে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 কি জানি বা ভ্রান্তি হইয়াছিল। আর তোমাদের ভাইকে লও, উঠ, পুনর্ব্বার সেই ব্যক্তির নিকটে যাও। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 বিন্যামীনকে নিয়েই তার কাছে যাও। অধ্যায় দেখুন |