আদিপুস্তক 41:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)6 সেইগুলির পরে, দেখ, পূর্বীয় বায়ুতে শোষিত অন্য সাতটি ক্ষীণ শীষ উঠিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস6 সেগুলোর পরে, পূর্বীয় বায়ুতে শুকিয়ে যাওয়া অন্য সাতটি ক্ষীণ শীষ উঠলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ6 সেগুলির পরে, আরও সাতটি শস্যদানার শিষ—কৃষকায় ও পূর্বীয় বায়ু দ্বারা ঝলসিত শিষ অঙ্কুরিত হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)6 এর পরে ঐ গোছায় আরও সাতটি শীষ গজালো। এগুলি ছিল শীর্ণ ও পূবালী বাতাসে ঝলসানো। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)6 সেগুলির পরে, দেখ, পূর্ব্বীয় বায়ুতে শোষিত অন্য সাতটী ক্ষীণ শীষ উঠিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল6 তারপর দেখলেন আরও সাতটা শীষ উঠছে। কিন্তু শীষগুলো অপুষ্ট আর পূবের বাতাসে ঝলসে গেছে। অধ্যায় দেখুন |