আদিপুস্তক 41:52 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)52 কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান করিয়াছেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস52 কেননা তিনি বললেন, আমার দুঃখভোগের দেশে আল্লাহ্ আমাকে ফলবান করেছেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ52 দ্বিতীয় ছেলের নাম তিনি রাখলেন ইফ্রয়িম এবং বললেন “যেহেতু ঈশ্বর আমাকে আমার দুঃখের দেশে ফলপ্রসূ করেছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)52 আর যে দেশে তিনি দুঃখকষ্ট ভোগ করেছিলেন সেই দেশেই ঈশ্বর তাঁকে ফলবান করেছেন বলে যোষেফ তাঁর কনিষ্ঠ পুত্রের নাম রাখলেন ইফ্রয়িম। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)52 পরে দ্বিতীয় পুত্রের নাম ইফ্রয়িম [ফলবান্] রাখিলেন, কেননা তিনি কহিলেন, আমার দুঃখভোগের দেশে ঈশ্বর আমাকে ফলবান্ করিয়াছেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল52 যোষেফ দ্বিতীয় পুত্রের নাম রাখলেন ইফ্রয়িম। যোষেফ এই নাম রাখলেন কারণ তিনি বললেন, “আমার মহাকষ্টের মধ্যেও ঈশ্বর আমাকে ফলবান করেছেন।” অধ্যায় দেখুন |