আদিপুস্তক 41:32 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)32 আর ফরৌণের নিকটে দুইবার স্বপ্ন দেখাইবার ভাব এই; ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস32 আর ফেরাউনের কাছে দু’বার স্বপ্ন দেখাবার অর্থ এই: আল্লাহ্ এটা স্থির করেছেন এবং আল্লাহ্ এটা শীঘ্র ঘটাবেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ32 ফরৌণকে দুটি আকারে স্বপ্নটি দেওয়ার কারণ হল এই যে বিষয়টি ঈশ্বর দ্বারা অটলভাবে নিশ্চিত হয়ে আছে, এবং অচিরেই ঈশ্বর তা বাস্তবায়িত করবেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)32 ফারাও-এর দুবার স্বপ্ন দেখার অর্থ হচ্ছে এই যে এই ব্যাপার ঈশ্বর স্বয়ং নির্ধারণ করেছেন এবং তিনি শীঘ্রই এই ঘটনা ঘটাবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)32 আর ফরৌণের নিকটে দুই বার স্বপ্ন দেখাইবার ভাব এই; ঈশ্বর ইহা স্থির করিয়াছেন, এবং ঈশ্বর ইহা শীঘ্র ঘটাইবেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল32 “ফরৌণ, আপনি একটি বিষয় নিয়ে দুটি স্বপ্ন দেখেছন। কারণ ঈশ্বর যে সত্যিই তা ঘটাতে চলেছেন তা আপনাকে দেখাতে চাইলেন। আর তিনি শীঘ্রই তা ঘটাবেন। অধ্যায় দেখুন |