আদিপুস্তক 41:31 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)31 আর সেই পশ্চাদ্বর্তী দুর্ভিক্ষ প্রযুক্ত দেশে পূর্বেকার শস্যবাহুল্যের কথা মনে পড়িবে না; কারণ তাহা অতীব কষ্টকর হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস31 আর সেই পরবর্তী দুর্ভিক্ষের দরুন আগেকার শস্যের অতিশয় প্রাচুর্যের কথা মনে পড়বে না; কারণ তা ভীষণ কষ্টকর হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ31 দেশের প্রাচুর্যকে কেউ মনে রাখবে না, কারণ যে দুর্ভিক্ষ সেটির পিছু পিছু আসতে চলেছে তা খুব ভয়াবহ হবে। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)31 পরবর্তী কালের দুর্ভিক্ষের জন্য প্রাচুর্যের বছরগুলির কথা দেশের কারও স্মরণে থাকবে না কারণ সেই দুর্ভিক্ষ হবে অত্যন্ত ভয়াবহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)31 আর সেই পশ্চাদ্বর্ত্তী দুর্ভিক্ষ প্রযুক্ত দেশে পূর্ব্বকার শস্যবাহুল্যের কথা মনে পড়িবে না; কারণ তাহা অতীব কষ্টকর হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল31 লোকরা ভুলে যাবে শস্যের প্রাচুর্য্য বলতে কি বোঝায়। অধ্যায় দেখুন |