আদিপুস্তক 40:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 তাহাতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছু দিন কারাগারে রহিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 তাতে রক্ষক সেনাপতি তাদের জন্য ইউসুফকে নিযুক্ত করলেন, আর তিনি তাদের পরিচর্যা করতে লাগলেন। এভাবে তারা কিছু দিন কারাগারে রইলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 পাহারাদারদের দলপতি তাদের দেখাশোনার দায়িত্ব যোষেফকে দিলেন, এবং তিনি তাদের পরিচর্যা করলেন। তারা কিছুকাল সেখানে বন্দি থাকার পর, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 দেহরক্ষীদলের অধ্যক্ষ তাদের দেখাশুনার জন্য যোষেফকে নিযুক্ত করলেন এবং তাদের সঙ্গেই তাঁকে রাখলেন। এইভাবে কারাগারে তাদের কিছুদিন কেটে গেল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 তাহাতে রক্ষক-সেনাপতি তাহাদের কাছে যোষেফকে নিযুক্ত করিলেন, আর তিনি তাহাদের পরিচর্য্যা করিতে লাগিলেন। এইরূপে তাহারা কিছু দিন কারাগারে রহিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 প্রধান কারারক্ষক সেই দুই বন্দীকে যোষেফের পরিচর্যার অধীনে রাখলেন। সেই দুইজন লোকই কিছু সময় সেই কারাগারে রইল। অধ্যায় দেখুন |