আদিপুস্তক 40:1 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)1 ঐ সকল ঘটনার পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক আপনাদের প্রভু মিসর-রাজের বিরুদ্ধে দোষ করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস1 ঐ সকল ঘটনার পরে মিসরের বাদশাহ্র পানপাত্র-বাহক ও প্রধান খাদ্যপ্রস্তুতকারক তাদের মালিক মিসরের বাদশাহ্র বিরুদ্ধে অপরাধ করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ1 কিছুকাল পর, মিশরের রাজার পানপাত্র বহনকারী ও রুটিওয়ালা তাদের প্রভুকে, মিশরের রাজাকে অসন্তুষ্ট করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)1 এই ঘটনার কিছুদিন পরে মিশররাজের প্রধান খানসামা ও প্রধান পাচক তাদের মনিব অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)1 ঐ সকল ঘটনার পরে মিসর-রাজের পানপাত্রবাহক ও মোদক আপনাদের প্রভু মিসর-রাজের বিরুদ্ধে দোষ করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল1 পরে ফরৌণের দুই ভৃত্য ফরৌণের প্রতি কিছু অন্যায় কাজ করল। এই ভৃত্যরা ছিল তাঁর রুটিওয়ালা ও দ্রাক্ষারস পরিবেশনকারী। অধ্যায় দেখুন |