আদিপুস্তক 4:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লেমক। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লামাক। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 হনোক ঈরদের জন্ম দিল, এবং ঈরদ মহূয়ায়েলের বাবা হল, এবং মহূয়ায়েল মথূশায়েলের বাবা হল, এবং মথূশায়েল লেমকের বাবা হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 ইরাদের পুত্র মেহুযায়েল, মেহুযায়েলের পুত্র মেথুশায়েল ও মেথুশায়েলের পুত্র লেমেক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 হনোকের পুত্র ঈরদ, ঈরদের পুত্র মহূয়ায়েল, মহূয়ায়েলের পুত্র মথূশায়েল ও মথূশায়েলের পুত্র লেমক। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 হনোকের ইরদ নামে একটি পুত্র হল। ইরদের পুত্রের নাম মহূয়ায়েল। আর তার পুত্রের নাম মথুশায়েল। আর তার পুত্রের নাম লেমক। অধ্যায় দেখুন |