আদিপুস্তক 39:13 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)13 তখন যোষেফ তাহার হস্তে বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইলেন দেখিয়া, সে নিজ ঘরের লোকদিগকে ডাকিয়া বলিল, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস13 তখন ইউসুফ তার হাতে কাপড়টি ফেলে বাইরে পালিয়ে গেলেন দেখে, সে তার ঘরের লোকদেরকে ডেকে বললো, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ13 যখন সে দেখল যে যোষেফ তার হাতে নিজের আলখাল্লাটি ছেড়ে দিয়ে বাড়ি থেকে পালিয়ে গিয়েছেন, অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)13 জামা ফেলে রেখে যোষেফকে বাড়ি থেকে পালিয়ে যেতে দেখে অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)13 তখন যোষেফ তাহার হস্তে বস্ত্র ফেলিয়া বাহিরে পলাইলেন দেখিয়া, সে নিজ ঘরের লোকদিগকে ডাকিয়া কহিল, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল13 স্ত্রীলোকটি দেখল যে যোষেফ তার হাতেই জামাটা ফেলে বাড়ীর বাইরে দৌড়ে বেরিয়ে গেছে। তাই সে চিন্তা করে ঠিক করল যা ঘটেছে সে সম্বন্ধে মিথ্যা কথা বলবে। অধ্যায় দেখুন |