আদিপুস্তক 38:30 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)30 পরে হস্তে রক্তবর্ণ সূত্রবদ্ধ তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইলে তাহার নাম সেরহ হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস30 পরে হাতে লাল রংয়ের সুতা বাঁধা অবস্থায় তার ভাই ভূমিষ্ঠ হলে তার নাম হল সেরহ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ30 পরে তার সেই ভাই বের হয়ে এল, যার কব্জিতে টকটকে লাল রংয়ের সুতো বাঁধা ছিল। আর তার নাম রাখা হল সেরহ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)30 পরে হস্তে রক্তবর্ণ সূত্রবদ্ধ তাহার ভ্রাতা ভূমিষ্ঠ হইলে তাহার নাম সেরহ হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল30 এরপর অন্য শিশুটির জন্ম হল, যার হাতে লাল সুতো বাঁধা ছিল। তারা এর নাম রাখল সেরহ। অধ্যায় দেখুন |