আদিপুস্তক 37:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)24 আর তাহাকে ধরিয়া গর্তের মধ্যে ফেলিয়া দিল; সেই গর্ত শূন্য ছিল, তাহাতে জল ছিল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস24 আর তাকে ধরে গর্তের মধ্যে ফেলে দিল। সেই গর্তটি ছিল শূন্য, তাতে পানি ছিল না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ24 এবং তাঁরা তাঁকে ধরে সেই জলাশয়ের মধ্যে ছুঁড়ে ফেলে দিলেন। জলাশয়টি খালি ছিল; তাতে জল ছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)24 কুয়োটি ছিল শুকনো, তাতে জল ছিল না। তারপর তারা খাওয়াদাওয়া করতে বসল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)24 আর তাহাকে ধরিয়া গর্ত্তমধ্যে ফেলিয়া দিল; সেই গর্ত্ত শূন্য ছিল, তাহাতে জল ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল24 এরপর তারা তাঁকে ধরে ছুঁড়ে দিল এক শুকনো কূপের মধ্যে। অধ্যায় দেখুন |