আদিপুস্তক 36:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সমেপাষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস-দেশে স্থান কুলাইল না। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 কেননা তাঁদের প্রচুর সম্পদ থাকাতে একত্রে বাস করার পক্ষে দেশ ছোট হল এবং পশুধন এত বেশী ছিল যে, সেই প্রবাস-দেশে তাদের স্থান কুলালো না। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 তাঁদের বিষয়সম্পত্তির পরিমাণ এত বেশি ছিল যে একত্রে বসবাস করা তাঁদের পক্ষে সম্ভব হচ্ছিল না; যে দেশে তাঁরা বসবাস করছিলেন, তা তাঁদের গবাদি পশুপালের জন্য তাঁদের ভারবহন করতে পারছিল না। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সম্পদ প্রচুর হওয়াতে তাঁদের উভয়ের একত্রে বসবাস করা সম্ভব হল না। যে দেশে তাঁরা বাস করছিলেন সেখানে তাঁদের পশুপাল চরানোর জন্য যথেষ্ট জায়গা ছিল না। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 কেননা তাঁহাদের প্রচুর সম্পত্তি থাকাতে একত্র বাস সম্পোষ্য হইল না, এবং পশুধন প্রযুক্ত তাঁহাদের সেই প্রবাস দেশে স্থান কুলাইল না। অধ্যায় দেখুন |