Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 36:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

19 ইহারা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান ও ইহারা তাহাদের দলপতি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

19 এরা ইসের অর্থাৎ ইদোমের সন্তান ও এরা তাদের দলপতি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

19 এরাই হলেন এষৌর (অথবা, ইদোমের) সব ছেলে, এবং এরাই হলেন তাদের বিভাগীয় প্রধান।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

19 এঁরা সকলেই এষৌ ওরফে ইদোমের বংশধর ও কুলপতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

19 ইহারা এষৌর অর্থাৎ ইদোমের সন্তান, ও ইহারা তাহাদের দলপতি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

19 এষৌ হতে উৎপন্ন ঐ পুরুষরা প্রত্যেকে ছিলেন তাঁদের নিজ পরিবারগোষ্ঠীর নেতা।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 36:19
5 ক্রস রেফারেন্স  

এইরূপে এষৌ সেয়ীর পর্বতে বাস করিলেন; তিনিই ইদোম।


আর এষৌর স্ত্রী অহলীবামার সন্তান দলপতি যিয়ূশ, দলপতি যালম ও দলপতি কোরহ; অনার কন্যা যে অহলীবামা এষৌর স্ত্রী ছিল, এই দলপতিরা তাহার সন্তান।


তদ্দেশ-নিবাসী হোরীয় সেয়ীরের সন্তান লোটন,


বিনয় করি, ঐ রাঙ্গা, ঐ রাঙ্গা দ্বারা আমার উদর পূর্ণ কর। এই জন্য তাঁহার নাম ইদোম [রাঙ্গা] খ্যাত হইল।


ইস্রায়েলের উপর রাজত্ব গ্রহণ করিবার পর শৌল সকল দিকে সমস্ত শত্রুর সহিত, মোয়াবের, অম্মোন-সন্তানগণের, ইদোমের, সোবার রাজগণের ও পলেষ্টীয়দের সহিত যুদ্ধ করিলেন; তিনি যে কোন দিকে ফিরিতেন, ব্যতিব্যস্ত করিয়া তুলিতেন।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন