আদিপুস্তক 35:27 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)27 পরে কিরিয়থর্বের অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মম্রি নামক যে স্থানে অব্রাহাম ও ইস্হাক প্রবাস করিয়াছিলেন, সেই স্থানে যাকোব আপন পিতা ইস্হাকের নিকটে উপস্থিত হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস27 পরে কিরিয়থর্বের অর্থাৎ হেবরনের নিকটবর্তী মম্রি নামক যে স্থানে ইব্রাহিম ও ইস্হাক প্রবাস করেছিলেন, সেই স্থানে ইয়াকুব তাঁর পিতা ইস্হাকের কাছে উপস্থিত হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ27 কিরিয়ৎ-অর্বের (অথবা, হিব্রোণের) কাছাকাছি অবস্থিত সেই মম্রিতে যাকোব ঘরে তাঁর বাবা ইস্হাকের কাছে এলেন, যেখানে অব্রাহাম ও ইস্হাক বসবাস করতেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)27 যাকোব কিরিয়াৎ-অরাবা অর্থাৎ হিব্রোণের নিকটবর্তী মাম্রে-তে তাঁর পিতা ইস্হাকের কাছে গেলেন। এখানেই অব্রাহাম ও ইস্হাক বসতি স্থাপন করেছিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)27 পরে কিরিয়থর্ব্বের অর্থাৎ হিব্রোণের নিকটবর্ত্তী মম্রি নামক যে স্থানে অব্রাহাম ও ইস্হাক প্রবাস করিয়াছিলেন, সেই স্থানে যাকোব আপন পিতা ইস্হাকের নিকটে উপস্থিত হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল27 যাকোব কিরিযথ অর্ব্বয় স্থিত মম্রি নামক স্থানে তার পিতা ইস্হাকের কাছে গেল। এই জায়গাতেই অব্রাহাম ও ইস্হাক বাস করতেন। অধ্যায় দেখুন |