আদিপুস্তক 35:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্-অরামে জন্মে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 লেয়ার বাঁদী সিল্পার সন্তান; গাদ ও আশের। এরা ইয়াকুবের পুত্র, পদ্দন্-অরামে জন্মগ্রহণ করেছিল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 লেয়ার দাসী সিল্পার ছেলেরা: গাদ ও আশের। এরাই যাকোবের সেই ছেলেরা, পদ্দন-আরামে যারা তাঁর ঔরসে জন্মেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 লেয়ার দাসী সিল্পার সন্তানঃ গাদ ও আশের। যাকোবের এই পুত্রেরা পদ্দন-অরামে জন্মগ্রহণ করেছিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 লেয়ার দাসী সিল্পার সন্তান; গাদ ও আশের। ইহারা যাকোবের পুত্র, পদ্দন্-অরামে জন্মে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 সিল্পা ছিলেন লেয়ার দাসী। যাকোব এবং সিল্পার পুত্ররা হল গাদ ও আশের। পদ্দন্-অরামে যাকোবের এই কটি পুত্রের জন্ম হয়। অধ্যায় দেখুন |