Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 35:25 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

25 রাহেলার বাঁদী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

25 রাহেলের দাসী বিলহার ছেলেরা: দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তানঃ দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

25 রাহেলের দাসী বিল্‌হার সন্তান; দান ও নপ্তালি।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

25 বিল্হা ছিলেন রাহেলের দাসী। যাকোব ও বিল্হার পুত্ররা হল দান এবং নপ্তালি।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 35:25
8 ক্রস রেফারেন্স  

যাকোবের বংশ-বৃত্তান্ত এই। যোষেফ সতের বৎসর বয়সে আপন ভ্রাতৃগণের সহিত পশুপাল চরাইত; সে বাল্যকালে আপন পিতৃভার্যা বিল্‌হার ও সিল্পার পুত্রগণের সহচর ছিল, এবং যোষেফ তাহাদের কুব্যবহারের বার্তা পিতার নিকটে আনিত।


আর লাবন বিল্‌হা নাম্নী আপন দাসীকে রাহেলের দাসী বলিয়া তাঁহাকে দিলেন।


পরে গুলিবাঁটক্রমে ষষ্ঠ অংশ নপ্তালি-সন্তানগণের নামে আপন আপন গোষ্ঠী অনুসারে নপ্তালি-সন্তানগণের নামে উঠিল।


আর গুলিবাঁটক্রমে সপ্তম অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে দান-সন্তানগণের বংশের নামে উঠিল।


গিলিয়দ যর্দনের ওপারে বাস করিল, আর দান কেন জাহাজে রহিল? আশের সমুদ্রের পোতাশ্রয়ে বসিয়া থাকিল, নিজ খালের ধারে বাস করিল।


সবূলূন-প্রজাগণ প্রাণ তুচ্ছ করিল মৃত্যু পর্যন্ত, নপ্তালিও করিল ক্ষেত্রের উচ্চ উচ্চ স্থানে।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন