Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 35:24 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

24 রাহেলের সন্তান; যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

24 রাহেলার সন্তান; ইউসুফ ও বিন্‌ইয়ামীন।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

24 রাহেলের ছেলেরা: যোষেফ ও বিন্যামীন,

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

24 রাহেলের সন্তানঃ যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

24 রাহেলের সন্তান; যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

24 যাকোব এবং রাহেলের পুত্ররা হল যোষেফ ও বিন্যামীন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 35:24
10 ক্রস রেফারেন্স  

কিন্তু যাকোব যোষেফের সহোদর বিন্যামীনকে ভাইদের সঙ্গে পাঠাইলেন না; কেননা তিনি কহিলেন, পাছে ইহার বিপদ ঘটে।


আর তিনি আপনার সম্মুখ হইতে ভক্ষ্যের অংশ তুলিয়া তাঁহাদিগকে পরিবেশন করাইলেন; কিন্তু সকলের অংশ হইতে বিন্যামীনের অংশ পাঁচ গুণ অধিক ছিল। পরে তাঁহারা পান করিলেন ও তাঁহার সহিত হৃষ্টচিত্ত হইলেন।


তখন যোষেফ চক্ষু তুলিয়া আপন ভাই বিন্যামীনকে, আপন সহোদরকে দেখিয়া কহিলেন, তোমাদের যে ছোট ভাইয়ের কথা আমাকে বলিয়াছিলে, সে কি এই? আর তিনি কহিলেন, বৎস, ঈশ্বর তোমার প্রতি অনুগ্রহ করুন।


আর গুলিবাঁটক্রমে যোষেফ-সন্তানদের অংশ যিরীহোর নিকটস্থ যর্দন, অর্থাৎ পূর্বদিক্‌স্থিত যিরীহোর জল অবধি, যিরীহো হইতে পর্বতময় দেশ দিয়া ঊর্ধ্বগামী প্রান্তরে বৈথেলে গেল;


আর গুলিবাঁটক্রমে এক অংশ আপন আপন গোষ্ঠী অনুসারে বিন্যামীন-সন্তানগণের বংশের নামে উঠিল। গুলিবাঁটে নির্দিষ্ট তাহাদের সীমা যিহূদা-সন্তানগণের ও যোষেফ-সন্তানগণের মধ্যে হইল।


ইফ্রয়িম হইতে অমালেক-নিবাসীরা [আসিল]; বিন্যামীন তোমার লোকদের মধ্যে তোমার পশ্চাতে [আসিল]; মাখীর হইতে অধ্যক্ষগণ নামিলেন, সবূলূন হইতে রণ-দণ্ডধারিগণ নামিলেন।


তাহাতে নগরদ্বারবর্তী সমস্ত লোক ও প্রাচীনবর্গ কহিলেন, আমরা সাক্ষী হইলাম। যে স্ত্রী তোমার কুলে প্রবেশ করিল, সদাপ্রভু তাহাকে রাহেল ও লেয়ার তুল্য করুন, যে দুই জন ইস্রায়েলের কুল নির্মাণ করিয়াছিলেন; আর ইফ্রাথায় তোমার ঐশ্বর্য ও বৈৎলেহমে তোমার সুখ্যাতি হউক।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন