আদিপুস্তক 35:19 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)19 এইরূপে রাহেলের মৃত্যু হইল, এবং ইফ্রাথ অর্থাৎ বৈৎলেহমের পথের পার্শ্বে তাঁহার কবর হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস19 এভাবে রাহেলার মৃত্যু হল এবং ইফ্রাথ অর্থাৎ বেথেলহেমের পথের পাশে তাঁকে দাফন করা হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ19 অতএব রাহেল মারা গেলেন ও তাঁকে ইফ্রাথে (অথবা, বেথলেহেমে) যাওয়ার পথেই কবর দেওয়া হল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)19 এই ভাবে রাহেলের মৃত্যু হল। এফ্রাথা অর্থাৎ বেথেলেহেমের পথের পাশে তাঁকে কবর দেওয়া হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)19 এইরূপে রাহেলের মৃত্যু হইল, এবং ইফ্রাথ্ অর্থাৎ বৈৎলেহমের পথের পার্শ্বে তাঁহার কবর হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল19 রাহেলকে ইফ্রাথ যাবার পথেই কবর দেওয়া হল। (ইফ্রাথই বৈৎলেহম।) অধ্যায় দেখুন |
অদ্য তুমি যখন আমার নিকট হইতে প্রস্থান করিবে, তখন বিন্যামীনের সীমাস্থিত সেল্সহে রাহেলের কবরের নিকটে দুই জন পুরুষের দেখা পাইবে; তাহারা তোমাকে বলিবে, তুমি যে সকল গর্দভীর অন্বেষণে গিয়াছিলে, সেই সকল পাওয়া গিয়াছে; আর দেখ, তোমার পিতা গর্দভীদের ভাবনা ছাড়িয়া দিয়া তোমার জন্য চিন্তা করিতেছেন, বলিতেছেন, আমার পুত্রের জন্য কি করিব?