আদিপুস্তক 35:17 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)17 আর প্রসব ব্যথা কঠিন হইলে ধাত্রী তাঁহাকে কহিল, ভয় করিও না, কারণ এবারও তোমার পুত্রসন্তান হইবে। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস17 আর প্রসব বেদনা কঠিন হলে ধাত্রী তাঁকে বললো, ভয় করো না, কারণ এবারও তোমার পুত্র সন্তান হবে। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ17 আর সন্তানের জন্ম দিতে গিয়ে যখন তাঁর খুব অসুবিধা হচ্ছিল তখন তাঁর ধাত্রী তাঁকে বলল, “আপনি নিরাশ হবেন না, আপনি আরও এক ছেলের জন্ম দিয়েছেন।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)17 তাঁর নিদারুণ প্রসব বেদনা দেখে ধাত্রী তাঁকে বলল, ভয় পেয়ো না, এবারেও তোমার পুত্র হবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)17 আর প্রসব-ব্যথা কঠিন হইলে ধাত্রী তাঁহাকে কহিল, ভয় করিও না, কারণ এ বারও তোমার পুত্রসন্তান হইবে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল17 কিন্তু এইবার প্রসবকালে রাহেলের ভীষণ কষ্ট হল, প্রসব বেদনা তীব্র হয়ে উঠল। রাহেলের ধাত্রী এই দেখে বললেন, “ভয় পেও না রাহেল! তুমি আরেকটি পুত্রের জন্ম দিতে চলেছ।” অধ্যায় দেখুন |