Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 34:6 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

6 পরে শিখিমের পিতা হমোর যাকোবের সহিত কথোপকথন করিতে গেল।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

6 পরে শিখিমের পিতা হমোর ইয়াকুবের সঙ্গে কথাবার্তা বলার জন্য আসল।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

6 পরে শিখিমের বাবা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে গেলেন।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

6 শেখেমের পিতা হামোর যাকোবের সঙ্গে এ সম্পর্কে কথাবার্তা বলতে এলেন। যাকোবের পুত্রেরা এই সংবাদ পেয়ে মাঠ থেকে ফিরে এল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

6 পরে শিখিমের পিতা হমোর যাকোবের সহিত কথোপকথন করিতে গেল।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

6 সেই সময় শিখিমের পিতা হমোর যাকোবের সঙ্গে কথা বলতে এলেন।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 34:6
3 ক্রস রেফারেন্স  

আর যাকোব শুনিলেন, সে তাঁহার কন্যা দীণাকে ভ্রষ্ট করিয়াছে; ঐ সময়ে তাঁহার পুত্রগণ মাঠে পশুপালের সঙ্গে ছিল; আর যাকোব তাহাদের আগমন পর্যন্ত মৌন থাকিলেন।


যাকোবের পুত্রগণও ঐ সংবাদ পাইয়া মাঠ হইতে আসিয়াছিল; তাহারা ক্ষুব্ধ ও অতি ক্রোধান্বিত হইয়াছিল, কেননা যাকোবের কন্যার সহিত শয়ন করাতে শিখিম ইস্রায়েলের মধ্যে মূঢ়তার ক্রিয়া ও অকর্তব্য কর্ম করিয়াছিল।


আর এবদের পুত্র গাল কহিল, অবীমেলক কে, সেই শিখিমীয় কে, যে আমরা তাহার দাসত্ব করিব? সে কি যিরুব্বালের পুত্র নহে? সবূল কি তাহার সেনাপতি নহে? তোমরা বরং শিখিমের পিতা হমোরের লোকদের দাসত্ব কর; আমরা উহার দাসত্ব কেন স্বীকার করিব?


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন