আদিপুস্তক 34:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 পরে শিখিম তাঁহার পিতা হমোরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ দিবার জন্য এই কন্যাকে গ্রহণ কর। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 পরে শিখিম তাঁর পিতা হমোরকে বললো, তুমি আমার সঙ্গে বিয়ে দেবার জন্য এই কন্যাকে গ্রহণ কর। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 আর শিখিম তার বাবা হমোরকে বলল, “এই মেয়েটিকে আমার স্ত্রী করে এনে দাও।” অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 শেখেম পিতা হামোরকে বলল, তুমি এই মেয়েটির সঙ্গে আমার বিবাহ দাও। এদিকে যাকোব শুনতে পেলেন যে শেখেম তার কন্যা দীনার মর্যাদা হানি করেছে। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 পরে শিখিম আপন পিতা হমোরকে কহিল, তুমি আমার সহিত বিবাহ দিবার জন্য এই কন্যাকে গ্রহণ কর। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 শিখিম তাঁর পিতাকে বললেন, “দয়া করে ওকে আমার জন্য এনে দাও যেন আমি বিয়ে করতে পারি।” অধ্যায় দেখুন |