আদিপুস্তক 34:29 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)29 আর উহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দি করিয়া উহাদের সমস্ত ধন ও গৃহের সর্বস্ব লুট করিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস29 আর ওদের শিশু ও স্ত্রীদেরকে বন্দী করে ওদের সমস্ত ধন ও বাড়ির সর্বস্ব লুট করলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ29 তারা তাদের ধনসম্পদ ও তাদের সব স্ত্রী ও সন্তানসন্ততিকে তুলে এনে, তাদের বাড়িঘরের সর্বস্ব লুট করল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)29 তাদের সমস্ত ধনসম্পদ, পোষ্যবর্গ ও নারীদের তারা হরণ করে নিয়ে গেল, তাদের ঘরবাড়ি ইত্যাদি যা কিছু ছিল সবই লুঠ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)29 আর উহাদের শিশু ও স্ত্রীগণকে বন্দি করিয়া উহাদের সমস্ত ধন ও গৃহের সর্ব্বস্ব লুট করিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল29 সেই লোকেদের সর্বস্ব এমনকি তাদের স্ত্রী ও শিশুদের অধিকার করল। অধ্যায় দেখুন |