আদিপুস্তক 34:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 তাহারা উহাদের মেষ, গরু ও গর্দভ সকল এবং নগরস্থ ও ক্ষেত্রস্থ যাবতীয় দ্রব্য হরণ করিল; অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তারা ওদের ভেড়া, গরু ও গাধাগুলো এবং নগরস্থ ও ক্ষেতের যাবতীয় দ্রব্য হরণ করলো; অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 তারা তাদের মেষপাল ও পশুপাল ও গাধাগুলি এবং সেই নগরে ও মাঠেঘাটে তাদের আরও যা যা ছিল, সেসবকিছু দখল করে নিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তারা তাদের গরু, ভেড়া ও গাধার পাল এবং নগরের মধ্যে ও বাইরে মাঠে যা কিছু ছিল সব লুঠ করল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তাহারা উহাদের মেষ, গোরু ও গর্দ্দভ সকল এবং নগরস্থ ও ক্ষেত্রস্থ যাবতীয় দ্রব্য হরণ করিল; অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তাই ভাইরা সমস্ত পশু, গাধা এবং শহরে ও ক্ষেতে যা কিছু ছিল তার সবই নিয়ে নিল। অধ্যায় দেখুন |