আদিপুস্তক 34:26 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)26 এবং হমোর ও তাহার পুত্র শিখিমকে খড়্গাঘাতে বধ করিয়া শিখিমের বাটী হইতে দীণাকে লইয়া চলিয়া আসিল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস26 তারা হমোর ও তার পুত্র শিখিমকে তলোয়ারের আঘাতে হত্যা করে শিখিমের বাড়ি থেকে দীণাকে নিয়ে চলে এলো। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ26 তারা হমোর ও তার ছেলে শিখিমকেও তরোয়াল দিয়ে হত্যা করল এবং দীণাকে শিখিমের বাড়ি থেকে নিয়ে চলে এল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)26 হামোর ও তাঁর পুত্র শেখেমকে হত্যা করে তারা শেখেমের বাড়ি থেকে দীনাকে উদ্ধার করে নিয়ে এল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)26 এবং হমোর ও তাহার পুত্র শিখিমকে খড়গাঘাতে বধ করিয়া শিখিমের বাটী হইতে দীণাকে লইয়া চলিয়া আসিল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল26 দীণার ভাই শিমিয়োন ও লেবি এই দুজনে মিলে হমোর ও তার পুত্র শিখিমকে হত্যা করল। তারা শিখিমের বাড়ী থেকে দীণাকে বার করে নিয়ে এল। অধ্যায় দেখুন |