আদিপুস্তক 34:18 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)18 তখন তাহাদের এই কথায় হামোর ও তাহার পুত্র শিখিম সন্তুষ্ট হইল। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস18 তখন তাদের এই কথায় হমোর ও তার পুত্র শিখিম সন্তুষ্ট হল। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ18 তাদের প্রস্তাবটি হমোর ও তার ছেলে শিখিমের ভালোই লেগেছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)18 তাদের এই প্রস্তাব হামোর ও তাঁর পুত্র শেখেমের বিবেচনায় ভাল বলেই বোধ হল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)18 তখন তাহাদের এই কথায় হমোর ও তাহার পুত্র শিখিম সন্তুষ্ট হইল। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল18 এই চুক্তি হমোর এবং শিখিমকে খুব আনন্দিত করল। অধ্যায় দেখুন |