আদিপুস্তক 33:7 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)7 তাহার পর লেয়া ও তাঁহার সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিলেন; শেষে যোষেফ ও রাহেল নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস7 তারপর লেয়া ও তাঁর সন্তানেরা কাছে এসে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন; শেষে ইউসুফ ও রাহেলা কাছে এসে ভূমিতে উবুড় হয়ে সালাম করলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ7 পরে, লেয়া ও তাঁর সন্তানেরা এসে অভিবাদন জানালেন। সবশেষে যোষেফ ও রাহেল এলেন, এবং তাঁরাও অভিবাদন জানালেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)7 সবার শেষে রাহেল ও যোষেফ এসে প্রণাম করলেন। এষৌ তখন জিজ্ঞাসা করলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)7 পরে লেয়া ও তাঁহার সন্তানগণ নিকটে আসিয়া প্রণিপাত করিলেন; শেষে যোষেফ ও রাহেল নিকটে আসিয়া প্রণিপাত করিলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল7 এরপর লেয়া ও তার সন্তানরা এষৌর সঙ্গে দেখা করে তাঁর সামনে সশ্রদ্ধভাবে উপুড় হয়ে তাঁকে প্রণাম করল। শেষে রাহেল ও যোষেফ এষৌর সঙ্গে দেখা করে উপুড় হয়ে প্রণাম করল। অধ্যায় দেখুন |