আদিপুস্তক 32:22 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)22 পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার দুই স্ত্রী, দুই দাসী ও একাদশ পুত্রকে লইয়া পারঘাটায় গিয়া যব্বোক নদী পার হইলেন। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস22 পরে তিনি রাতে উঠে তাঁর দুই স্ত্রী, দুই বাঁদী ও এগারো জন পুত্রকে নিয়ে পারঘাটায় গিয়ে যব্বোক নদী পার হলেন। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ22 সেরাতে যাকোব উঠে পড়লেন ও তাঁর দুই স্ত্রীকে, তাঁর দুই দাসীকে এবং তাঁর এগারোজন ছেলেকে সঙ্গে নিয়ে যব্বোক নদীর অগভীর অংশটি পার হয়ে গেলেন। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)22 রাত্রে উঠে যাকোব তাঁর দুই স্ত্রী, দুই দাসী এবং এগারোটি ছেলেকে নিয়ে নদী পারাপারের জায়গায় গিয়ে যাব্বোকের নদী পার হলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)22 পরে তিনি রাত্রিতে উঠিয়া আপনার দুই স্ত্রী, দুই দাসী ও একাদশ পুত্রকে লইয়া তরণস্থানে যব্বোক নদী পার হইলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল22 পরে সেই রাতে উঠে যাকোব সেখান থেকে চলে গেল। সে তার সাথে তার দুই স্ত্রী, দুই দাসী ও তার এগারোটি সন্তানকে নিয়ে যব্বোক নদী পার হল। অধ্যায় দেখুন |