Biblia Todo Logo
অনলাইন বাইবেল

- বিজ্ঞাপন -




আদিপুস্তক 32:15 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)

15 সবৎসা দুগ্ধবতী ত্রিশটি উষ্ট্রী, চল্লিশটি গাভী ও দশটি বৃষ এবং বিংশতি গর্দভী ও দশটি গর্দভশাবক।

অধ্যায় দেখুন কপি


আরো সংস্করণ

কিতাবুল মোকাদ্দস

15 বাচ্চা সহ দুগ্ধবতী ত্রিশটি উট, চল্লিশটি গাভী ও দশটি বৃষ এবং বিশটি গাধী ও দশটি গাধার বাচ্চা।

অধ্যায় দেখুন কপি

বাংলা সমকালীন সংস্করণ

15 শাবকসহ ত্রিশটি মাদি উট, চল্লিশটি গরু ও দশটি বলদ, এবং কুড়িটি গাধি ও দশটি গাধা।

অধ্যায় দেখুন কপি

পবিএ বাইবেল CL Bible (BSI)

15 ত্রিশটি সবৎসা দুগ্ধবতী উট, চল্লিশটি গাভী, দশটি ষাঁড়, বিশটি গর্দভী এবং দশটি গর্দভ।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল O.V. (BSI)

15 সবৎসা দুগ্ধবতী ত্রিশ উষ্ট্রী, চল্লিশ গাভী ও দশ বৃষ, এবং বিংশতি গর্দ্দভী ও দশ গর্দ্দভশাবক।

অধ্যায় দেখুন কপি

পবিত্র বাইবেল

15 আরও নিল 30টি উট এবং তাদের বাচ্চা, 40টি গরু, 10টি ষাঁড়, 20টি গর্দ্দভী ও 10টি গর্দ্দভ।

অধ্যায় দেখুন কপি




আদিপুস্তক 32:15
2 ক্রস রেফারেন্স  

দুই শত ছাগী ও বিংশতি ছাগ, দুই শত মেষী ও বিংশতি মেষ,


পরে তিনি আপনার এক এক দাসের হস্তে এক এক পাল সমর্পণ করিয়া দাসদিগকে এই আজ্ঞা দিলেন, তোমরা আমার অগ্রে পার হইয়া যাও, এবং মধ্যে মধ্যে স্থান রাখিয়া প্রত্যেক পাল পৃথক কর।


আমাদের অনুসরণ করো:

বিজ্ঞাপন


বিজ্ঞাপন