আদিপুস্তক 31:4 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)4 অতএব যাকোব লোক পাঠাইয়া মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ডাকাইয়া কহিলেন, অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস4 অতএব ইয়াকুব লোক পাঠিয়ে মাঠে পশুদের কাছে রাহেলা ও লেয়াকে ডাকিয়ে বললেন, অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ4 অতএব যাকোব রাহেল ও লেয়াকে খবর পাঠিয়ে সেই মাঠে ডেকে পাঠালেন, যেখানে তাঁর পশুপাল রাখা ছিল। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)4 যাকোব তখন লোক পাঠিয়ে প্রান্তরে যেখানে তাঁর পশুপাল ছিল সেখানে রাহেল ও লেয়াকে ডেকে আনলেন। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)4 অতএব যাকোব লোক পাঠাইয়া মাঠে পশুদের নিকটে রাহেল ও লেয়াকে ডাকাইয়া কহিলেন, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল4 তাই যাকোব রাহেল ও লেয়াকে সেই মাঠে দেখা করতে বলল যেখানে সে তার মেষপাল ও ছাগপাল রেখেছিল। অধ্যায় দেখুন |