আদিপুস্তক 31:28 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)28 তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না; এ অজ্ঞানের কর্ম করিয়াছ। অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস28 তুমি আমাকে আমার পুত্র কন্যাদেরকে চুম্বনও করতে দিলে না; তুমি বোকার মত কাজ করেছ। অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ28 এমনকি তুমি আমাকে আমার নাতি-নাতনিদের ও মেয়েদের চুমু দিয়ে বিদায় জানাতেও দাওনি। তুমি এক মূর্খের মতো কাজ করেছ। অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)28 তুমি আমার কন্যা ও তাদের সন্তানদের বিদায় দেওয়ার আগে চুম্বন করতেও দিলে না, তুমি নির্বোধের মত এ কাজ করেছ? তোমার অনিষ্ট করার ক্ষমতা আমার আছে, অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)28 তুমি আমার পুত্র কন্যাগণকে চুম্বন করিতেও আমাকে দিলে না; এ অজ্ঞানের কর্ম্ম করিয়াছ। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল28 তুমি আমার নাতি নাতনিদের চুমু খেতে ও কন্যাদের বিদায় জানাবারও সুযোগ দিলে না। এইভাবে তুমি খুব অজ্ঞের মত কাজ করেছ। অধ্যায় দেখুন |