আদিপুস্তক 31:14 - পবিত্র বাইবেল (কেরী ভার্সন)14 তখন রাহেল ও লেয়া উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পিতার বাটীতে আমাদের কি আর কিছু অংশ ও অধিকার আছে? অধ্যায় দেখুনআরো সংস্করণকিতাবুল মোকাদ্দস14 তখন রাহেলা ও লেয়া জবাবে তাঁকে বললেন, পিতার বাড়িতে আমাদের কি আর কিছু অংশ ও অধিকার আছে? অধ্যায় দেখুনবাংলা সমকালীন সংস্করণ14 তখন রাহেল ও লেয়া উত্তর দিলেন, “আমাদের বাবার ভূসম্পত্তিতে এখনও কি আমাদের আর কোনও অংশ ও অধিকার আছে? অধ্যায় দেখুনপবিএ বাইবেল CL Bible (BSI)14 রাহেল ও লেয়া তাঁকে বললেন, পিতৃগৃহে আমাদের কোন অংশ বা অধিকার নেই। অধ্যায় দেখুনপবিত্র বাইবেল O.V. (BSI)14 তখন রাহেল ও লেয়া উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, পিতার বাটীতে আমাদের কি আর কিছু অংশ ও অধিকার আছে? অধ্যায় দেখুনপবিত্র বাইবেল14 রাহেল ও লেয়া যাকোবকে উত্তরে বললেন, “আমাদের পিতা তাঁর মৃত্যুর সময় আমাদের জন্য কিছু রেখে যাবেন না। অধ্যায় দেখুন |